শালফা টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ এর
ওয়েবসাইটে আপনাকে স্বাগতম
সময়ের চাহিদা অনুযায়ী অর্থনৈতিক উন্নয়নে প্রযুক্তির প্রভাব অপরিসীম। সময়ের সাথে প্রযুক্তির পরিবর্তন ও অগ্রগতি ঘটছে। আর অর্থনৈতিক উন্নয়নে কারিগরি শিক্ষা মানুষের কর্মদক্ষতা বাড়িয়ে তোলে। এরই আলোকে বগুড়ার শেরপুর উপজেলার শালফা এলাকায় প্রতিষ্ঠা করা হয় ‘শালফা টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ’। বিশেষ করে দক্ষিন বগুড়ার পিছিয়ে পড়া জনগোষ্ঠির মানসম্মত ও উচ্চ শিক্ষার সুযোগের জন্য প্রতিষ্ঠানটি অগ্রনী ভুমিকা রাখছে। শালফা এলাকায় ২০০০ সালে অত্র প্রতিষ্ঠানটি “শালফা টেকনিক্যাল স্কুল নামে আত্মপ্রকাশ করে। পরবর্তীতে বিএম শাখা অধিভুক্ত হলে ”শালফা টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ’ নামে পরিচিতি লাভ করে। আগামীতে ডিগ্রী ও অনার্স চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
কলেজের অবস্থানঃ শেরপুর উপজেলা সদর থেকে ৫ কি.মিটার পূর্বে বগুড়া-ধুনট আঞ্চলিক মহাসড়কের শালফা এলাকায় সড়কের পাশ্বেই অবস্থিত। প্রতিষ্ঠানটি বিশাল ক্যাম্পাস ও মনোরম পরিবেশ যা সকলের দৃষ্টি আকর্ষন করতে সক্ষম। প্রতিষ্ঠার ইতিহাসঃ এলাকার কয়েক জন বিদ্যাৎ সাহী ব্যাক্তি অত্র অঞ্চলের মানুষের উচ্চ শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করেন্। অত্র এলাকার উচ্চ শিক্ষার জন্য কোন প্রতিষ্ঠান না থাকায় গরীব ছেলে মেয়েদের লেখা পড়ার সুযোগ ছিল না। বিশেষ করে কারিগরি শিক্ষার কোন প্রতিষ্ঠান না থাকায় কারিগরি শিক্ষা থেকে বঞ্চিত হয়ে আসছিল এলাকার শিক্ষার্থীরা। তাই কারিগরি কলেজ প্রতিষ্ঠার উদ্দ্যোগ গ্রহন করা হয়। কলেজ প্রতিষ্ঠায় যারা বলিষ্ট ভুমিকা রেখেছেন তাদের মধ্য অন্যতম হলেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ ইউসুফ আলী, প্রতিষ্ঠা সালঃ ২০০০ ইং সালের ১৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে কলেজের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটির এইচএসসি (বিএম) এমপিও ভুক্ত লাভ করে ২০০২ সালে।
অবস্থান