‘অন লাইন ক্লাসে সকল ছাত্র/ছাত্রীদের অংশ গ্রহণ করার জন্য বলা হলো’ শালফা টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজের সকল শিক্ষকদের ক্লাস zoom এর মাধ্যমে নেওয়া হয়। এছাড়া facebook ও youtube এ ভিডিও পাওয়া যাবে।করোনা কালীন সময়ে প্রয়োজন ছাড়া বাহিরে যাবেন না। আপনার সুরক্ষা আপনার হাতে। নিজে সুস্থ্য থাকুন, অন্যকে সুস্থ্য রাখুন এবং আপনার পরিবারকে সুস্থ্য রাখুন।

 

দক্ষ মানব সম্পদ উন্নয়নের জন্য কারিগরি শিক্ষা ব্যপক অবদান রাখছে। উন্নয়নশীল এই দেশে কারিগরি শিক্ষার প্রসার ঘটিয়ে কর্মক্ষম মানব সম্পদ তৈরি করে বেকার সমস্যা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হচ্ছে। তাই কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে এলাকার মানুষের সহযোগিতায় শালফা টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ ২০০০ সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠাকালে অনেক সমস্যা ও সীমাবদ্ধতা ছিল। ক্রমান্বয়ে তা অতিক্রম করে ধীরে ধীরে এগিয়ে চলছে। ২০১৫ সালে এসে কলেজটি সাফল্যের ১৫ বছর অতিক্রম করছে। প্রতিষ্ঠানটি আজ বগুড়া জেলার মধ্যে স্ব-মহিমায় সমুজ্জল। দক্ষিন বগুড়ার এই অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিঠে ভর্তি হয়ে কোমলমতি মেধাবী ছাত্র-ছাত্রীরা তাদের শানিত মেধাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে। সেই সাথে উন্নত নৈতিক চরিত্রের অধিকারী হিসেবে নিজেকে গড়ে তুলবে বলে প্রত্যাশা করি।

shalfa_principal111111মোঃ ইউসুফ আলী
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ
এম কম ২য় বিভাগ
ইনডেক্স: ৮৩৪৮১২
যোগদান:০৪/০৬/২০০২ ইং
জন্ম তারিখ:০১/১১/১৯৭২ ইং
মোবা: ০১৭১১৪৫১১৩৯
শালফা টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ
শেরপুর, বগুড়া।