‘অন লাইন ক্লাসে সকল ছাত্র/ছাত্রীদের অংশ গ্রহণ করার জন্য বলা হলো’ শালফা টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজের সকল শিক্ষকদের ক্লাস zoom এর মাধ্যমে নেওয়া হয়। এছাড়া facebook ও youtube এ ভিডিও পাওয়া যাবে।করোনা কালীন সময়ে প্রয়োজন ছাড়া বাহিরে যাবেন না। আপনার সুরক্ষা আপনার হাতে। নিজে সুস্থ্য থাকুন, অন্যকে সুস্থ্য রাখুন এবং আপনার পরিবারকে সুস্থ্য রাখুন।

 

শিক্ষাক্রম ছাত্র/ছাত্রীর সংখ্যা
এইচএসসি (বিএম) শাখা ৭৪৮ জন
এইচএসসি (সাধারণ) শাখা ২৯৩ জন
এসএসসি (ভোকঃ) শাখা দশম শ্রেণি ১৪৯ জন
এসএসসি (ভোকঃ) শাখা নবম শ্রেণি শ্রেণি ৯১ জন
৬ষ্ঠ শ্রেণি ৪৬ জন
৭ম শ্রেণি ৩৪ জন
৮ম শ্রেণি ৬১ জন